বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার সভা

সদেরা সুজন

কমিটির সদস্যরা

বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার (বিবিসিসি) বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন টরন্টোয় অনুষ্ঠিত হয়েছে। টরন্টোর নভোটেল হোটেলের বলরুমে ২৬ আগস্ট শুক্রবার এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিগত কমিটির সভাপতি সুবীর দে। বিগত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সাধারণ সভা শুরু হয়। শুভেচ্ছা বক্তব্যে তিনি সভার আলোচ্যসূচি সবাইকে অবহিত করেন।

আনুষ্ঠানিকভাবে সভা শুরু হওয়ার পর চেম্বারের বিগতদিনের কার্যক্রম, আয়-ব্যয় ও সাফল্য নিয়ে বক্তব্য দেন সুবীর দে। এরপর সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন করা হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের বিগত কমিটির সহসভাপতি এইচ এম ইকবাল, মোহাম্মদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এমডি বারী মঞ্জু এবং প্রধান নির্বাচন কমিশনার আলাউদ্দিন নাসিম চৌধুরী, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল ও ঢাকার গুলশান ক্লাবের সাবেক সভাপতি এনাম আহমেদ।

বক্তব্য দিচ্ছেন সুবীর দে

দ্বিতীয় পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনআরবি টিভির সিইও ও বাংলামেইল সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি ব্যবসায়ী জাফর ওসমান ও এইচ এম ইকবাল। তারা চেম্বারের সাফল্য তুলে ধরে বক্তব্য দেন।

এরপর আলাউদ্দিন নাসিম চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। তিনি বলেন, বিভিন্ন দেশের চেম্বারগুলো যেভাবে পরিচালিত হয় বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা ঠিক সেভাবেই পরিচালিত হচ্ছে। বিভিন্ন বিষয় মাথায় রেখেই নতুন কমিটি গঠন করা হয়েছে। বক্তব্যের পর তিনি ২০১৬-১৭ ও ২০১৭-১৮ বছরের জন্য নতুন কমিটির নাম ঘোষণা করেন।

বক্তব্য দিচ্ছেন আলাউদ্দিন নাসিম চৌধুরী

নতুন কমিটিতে এইচ এম ইকবাল সভাপতি, এম মুত্তালিব খোকন ও এ জেড আলমগীর এম রহমান সহসভাপতি এবং মোহাম্মদ হাসান পরিচালক প্রশাসন ও আবুল মনসুর পরিচালক অর্থ নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যান্য পরিচালকেরা হলেন সুবীর কুমার দে, এম এ মোমেন মুরাদ, জাফর ওসমান, শহীদ হোসেন, খন্দকার মনিরউদ্দিন, আনোয়ার রশীদ, মোহাম্মদ আলী খোকন, মিজানুর রহমান ভূঁইয়া, নূর এ শহীদ রানা, এমডি বারী মঞ্জু, ফজলে এলাহী রাজু, শহিদুল ইসলাম মিন্টু, মাসুদ সিদ্দিকী, তপন সাইয়েদ, নেসার আহমেদ ও এহসানুল হাবিব।

সব শেষে নবনির্বাচিত সভাপতি ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন। এরপর সকলকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

Back to top button