বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার উদ্যোগে বিজিএমইএ’র প্রেসিডেন্ট ফারুক হাসানের সংবর্ধনা
বাংলাদেশের বিশিস্ট শিল্পপতি, জায়ান্ট টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান বিজিএমইএ’র প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার পক্ষ থেকে গত ১৩ সেপ্টেম্বর সোমবার রিচমন্ডহিলের দ্য হোস্ট রেস্টুরেন্টে সংবর্ধনার আয়োজন করা হয়। এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টরন্টোস্থ বাংলাদেশের কনসুলার জেনারেল নাইম ইউ আহমেদ। সভাপতিত্ব করেন প্রিমিয়াম সুইটস এর সিইও ও বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার প্রেসিডেন্ট এইচ এম ইকবাল। সঞ্চালনায় ছিলেন কানাডা ন্যাশনাল কনস্ট্রাকশনের সিইও ও চেম্বারের ডিরেক্টর এ্যাডমিন মোহাম্মদ হাসান। চেম্বারের ডিরেক্টর ও সদস্যরা এই আয়োজনে উপস্থিত ছিলেন।
এই আয়োজনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার ডিরেক্টর ও এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু, চেম্বার ডিরেক্টর তপন সাইয়িদ, বিশিষ্ট ব্যবসায়ি ও টিম হরটনস এর সর্বাধিক ফ্রাঞ্চাইজ ওনার ইকবাল রুশদ, বিজিএমইএ’র সদস্য, বিশিষ্ট ব্যবসায়ি সাদিক আহমেদ, বিজিএমইএ’র অন্যতম ডিরেক্টর আব্দুল্লাহিল রাকিব, শ্রীলঙ্কান বংশোদ্ভূত গার্মেন্টস ব্যবসায়ি, বিজিএমই্’র সদস্য লাল উদাগেদারা, চেম্বার ভাইস-প্রেসিডেন্ট মোতালেব খোকন, ডেক্কো গ্রুপের প্রেসিডেন্ট ও বিজিএমই’র সদস্য সাদাত হোসেন কিরন, চেম্বার ভাইস-প্রেসিডেন্ট আলমগীর রহমান, চেম্বার ডিরেক্টর আনোয়ার রশীদ, চেম্বার ডিরেক্টর নেসার আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ি মাসুদ আহমেদ ও আদনান কোরেশি। উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিশিষ্ট ব্যবসায়ি ফয়জুর রহমান বাদলসহ আরো অনেকে। ফারুক হাসানের এই সাফল্য কেক কেটে উদযাপন করা হয়।
বিজিএমইএ’র নবনির্বাচিত প্রেসিডেন্ট ফারুক হাসান বলেন, বিজিএমইএ’র প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর বিদেশে এটা আমার প্রথম সংবর্ধনা। বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার প্রতি আমার কৃতজ্ঞতা। মহামারির সময়ে বিজিএমইএ’র প্রেসিডেন্টের দায়িত্ব পালন আমার জন্যে খুবই চ্যালেঞ্জিং। সবাইকে নিয়ে আমরা ইতিমধ্যে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষে কাজ করে যাচ্ছি। আশা করছি, পোশাক রপ্তানীতে আগামীতে চীনকে পিছনে ফেলে আমরা শীর্ষে থাকবো।
টরন্টোস্থ বাংলাদেশের কনসুলার জেনারেল নাইম ইউ আহমেদ বলেন, বাংলাদেশ এবং কানাডার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সর্ম্পক উন্নয়নে গত কয়েকবছর ধরেই আমরা কাজ করছি। অন্টারিও’র প্রভিন্সিয়াল সরকারের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে ইতিমধ্যে অগ্রগতি হয়েছে। কানাডা-বাংলাদেশ বিজনেস ফোরামও গঠন করা হয়েছে। গার্মেন্টস সেক্টরের ক্রমবর্ধমান অগ্রগতি বিজিএমইএ’র নতুন প্রেসিডেন্টের নেতৃত্বে আরো ত্বরান্বিত হবে বলে প্রত্যাশা করছি। আজকের এই আয়োজনে উপস্থিত হতে পেরে আমি গর্বিত।
সভাপতির বক্তব্যে প্রিমিয়াম সুইটস এর সিইও ও বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার প্রেসিডেন্ট এইচ এম ইকবাল বলেন, বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার একজন সম্মানিত সদস্য এবং বাংলাদেশের বিশিষ্ট পোশাক রপ্তানীকারক প্রতিষ্ঠানের কর্ণধার ফারুক হাসানের বিজিএমইএ’র প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া আমাদের জন্যে আনন্দের। তিনি তার মেধা, যোগ্যতা আর শ্রম দিয়ে এই সেক্টরকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। অতীতের মতো সবসময় বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা তাদের এই প্রচেস্টায় সহযাত্রী থাকবে।
নৈশভোজের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটে।